
ডেস্ক রিপোর্ট:
সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল Freedomtv.online। তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও যাচাইকৃত সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই এই পোর্টালের মূল লক্ষ্য।
বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের ভিড়ে সত্যকে আলাদা করে তুলে ধরা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় Freedomtv.online বিশ্বাস করে—সংবাদ হবে বাস্তবভিত্তিক, ভাষা হবে শালীন এবং উপস্থাপনা হবে দায়িত্বশীল।
এই নিউজ পোর্টাল পরিচালনা করছেন সাংবাদিকতা, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে অভিজ্ঞ একদল সচেতন মানুষ। আমরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর মুখপাত্র নই। আমাদের একমাত্র দায়বদ্ধতা—সত্য ও জনগণের প্রতি।
Freedomtv.online–এর নীতিমালার মূল ভিত্তি হলো সত্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাদার সাংবাদিকতার মান অক্ষুণ্ন রাখা। গুজব ও ভুয়া তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানি থেকে বিরত থাকা এবং ভুল হলে দ্রুত সংশোধন—এই নীতিতেই আমরা অটল থাকবো।
পাঠকের কাছে আমাদের প্রত্যাশা—গঠনমূলক মতামত, তথ্য যাচাইয়ে সহযোগিতা এবং দায়িত্বশীলভাবে সংবাদ শেয়ার করা। কোনো সংবাদের ক্ষেত্রে ভুল বা অসঙ্গতি চোখে পড়লে তা জানাতে আমরা পাঠকদের সহযোগিতা কামনা করি।
আমরা বিশ্বাস করি, পাঠকই একটি সংবাদমাধ্যমের শক্তি। তাই পাঠকের মতামত, পরামর্শ ও সমালোচনাকে গুরুত্ব দিয়েই Freedomtv.online এগিয়ে যেতে চায়।
সত্যের পথে অবিচল থেকে দেশ, সমাজ ও মানুষের কথা বলার প্রত্যয়ে—Freedomtv.online আপনাদের সাথেই থাকবে।